নাটোর-৪ আসনের উপনির্বাচন ১১ অক্টোবর
৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৯ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৩
ঢাকা: নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম-গুরুদাসপুর) উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযাযী আগামী ১১ অক্টোবর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হবে।
তবে ভোটকেন্দ্রে কোনো সিসি ক্যামেরা রাখা হবে না। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, নাটোর-৪ আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ১৮ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ হবে ১১ অক্টোবর।
প্রসঙ্গত, গত ৩০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার মুত্যুতে শূন্য হওয়া এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সারাবাংলা/জিএস/এনএস