‘পদ্মা সেতু পাড়ি দেব, বাড়তি ভালো লাগা কাজ করছে’
৭ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩২ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫২
ঢাকা: রাজধানী ঢাকা থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে সরাসরি ফরিদপুরের ভাঙ্গার অভিমুখে ছুটে চলছে ট্রেন। পরীক্ষামূলক হলেও পদ্মা সেতু পাড়ি দেওয়া প্রথম এই ট্রেনের চালক মো. এনামুল হক। তাই প্রথম ট্রেন যাত্রায় চালক হতে পেরে উচ্ছ্বসিত তিনি। ট্রেন চালিয়ে পদ্মা সেতুর পাড়ি দেবেন বলে বাড়তি ভালো লাগা কাজ করছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সারাবাংলার সঙ্গে আলাপকালে এভাবেই নিজের অনুভূতির কথা জানান চালক এনামুল হক। তিনি বলেন, ‘আজ বাড়তি ভালো লাগা কাজ করছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দেওয়ার জন্য প্রথম যাত্রী নিয়ে ট্রেনের যাত্রা শুরু করেছি। এর আগেও বিভিন্ন জায়গায় ট্রায়াল রান করেছি, স্পেশাল ট্রেন চালিয়েছি। তবে আজ বাড়তি ভালো লাগা কাজ করছে, কারণ পদ্মাসেতুর উপর দিয়ে ট্রেন চালাব। এর চেয়ে ভালো অনুভুতি আর কি হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমার অনেক ভালো লাগছে। পদ্মাসেতুর উপর দিয়ে প্রথম ট্রেন চালিয়ে নিয়ে যাব। প্রধানমন্ত্রী ও দেশবাসীকে ধন্যবাদ।’
এদিকে এই ট্রেনের লোকো সহকারী আবুল কাশেম বলেন, ‘এর আগেও প্রথম ট্রায়ালে ছিলাম। আজ আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালু হলো। ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থার নতুন দ্বার উন্মোচিত হচ্ছে।’
তিনি আরও বলেন, সব সিগন্যাল ঠিক থাকলে আজ ট্রেনটি ৬০ কিলোমিটার বেগে চলবে। যদি এই গতিতে স্বাভাবিকভাবে যেতে পারি তাহলে ১ ঘণ্টা ৫০ মিনিটের মতো সময় লাগতে পারে।’
এর আগে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৭ মিনিটে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ট্রেনের যাত্রা শুরু হয়। রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনসহ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এই ট্রেন যাত্রায় রয়েছেন।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বৃহস্পতিবার ঢাকার কমলাপুর থেকে রওনা হয়ে একটি ট্রেন পদ্মা সেতু পাড়ি দিয়ে পৌঁছাবে ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনে। সেখান থেকে আবার ট্রেনটি ফিরে আসবে ঢাকায়।
স্বপ্নের পদ্মা সেতুতে রেললাইন উদ্বোধনের জন্য আগামী ১০ অক্টোবর দিন নির্ধারণ করা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেললাইনের উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধনের দিন সুধী সমাবেশও হওয়ার কথা রয়েছে। তবে এখনো তা চূড়ান্ত হয়নি। তাই উদ্বোধনের আগে বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।
আগামী ১০ অক্টোবর পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধন করা হলেও পুরো রেল প্রকল্প শেষ হতে অবশ্য আরও দেরি হবে। আপাতত ভাঙ্গা পর্যন্ত রেলপথ চালু হলেও প্রকল্পের আওতায় রেলপথ সংযুক্ত করবে যশোর পর্যন্ত পথ। পুরোটা ২০২৪ সালে জুনে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
সারাবাংলা/ইএইচটি/এনএস