মুন্সীগঞ্জে আ.লীগের ২ গ্রুপে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৪
৭ সেপ্টেম্বর ২০২৩ ০০:১৩ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৩ ০০:৩৯
ঢাকা: মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে সাত মাসের শিশুসহ চার জন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে ওই শিশুসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে তাদের ঢাকা মেডিকেলে আনা হয়। এর আগে, সন্ধ্যা ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলিবিদ্ধরা হলেন- তাবাসসুম (৭ মাস), জুয়েল (২৭), জহিরুল ইসলাম (৩২) ও জয় মস্তান (১৯)।
শিশু তাবাসসুমের মামা মো. রাজা মোল্লা জানান, তাদের গ্রাম মুন্সীগঞ্জ সদরের সৈয়দপুর গ্রামে। আহত জুয়েলের আগামী শুক্রবার বিয়ে। আজ জুয়েল, তাবাসসুম ও তাবাসুমের মা জোনিকা বেগম মুন্সীগঞ্জ সদরে বিয়ের শপিং করতে যায়। সেখান থেকে মিশুকে করে বাড়ি ফিরছিল তারা। এ সময় সোলারচর গ্রামে এলে তারা দুই পক্ষের গোলাগুলির ভিতর পড়ে। তখন ওই গুলি তাবাসসুম ও জুয়েল শরীরে গুলি লাগে। পরে দ্রুত তাদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতে তাদের ঢামেকে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাইরান মাহমুদ জানান, সাত মাস বয়সী শিশুর শরীরের কয়েক জায়গায় ছোট ছোট গুলির চিহ্ন আছে। তাকে ভর্তি রাখা হয়েছে। আগামীকাল সিনিয়র চিকিৎসকরা দেখে ব্যবস্থা নেবেন। এ ছাড়া বাকি দু’জনের শরীরেও গুলি আছে। তাদেরও ভর্তি রাখা হয়েছে।
জানা গেছে, আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সুরুজ হোসেন ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেনের লোকজনের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।
আধারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন বলেন, ‘জয় মাস্তান আমার সমর্থক। অনেকদিন ধরে গ্রামের বাইরে ছিল। আজ সন্ধ্যায় গ্রামে ফিরলে প্রতিপক্ষের লোকজন তাকে ধরে নিয়ে গুলি করে। সেই গুলিতে মিশুকে থাকা যাত্রী ও মিশুক চালক গুলিবিদ্ধ হয়।’
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম