Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামগড়ে সাবেক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৩ ২১:২৯

আতাউল করিম শিবলু

খাগড়াছড়ি: জেলার রামগড় উপজেলায় আতাউল করিম শিবলু (৩৮) নামে এক সাবেক ছাত্রলীগ নেতার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকা থেকে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আতাউল করিম শিবলু তৈছালপাড়া এলাকার বাসিন্ধা নুরুল করিমের ছেলে। তিনি রামগড় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক ও রামগড় পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন।

পুলিশ জানান, খবর পেয়ে আতাউল করিম শিবলুর ঘরের দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের বড়ভাই রেজাউল করিম ফোরকান বলেন, ‘শিবলুর স্ত্রী ঢাকা ছিলেন তাই গতকাল রাতে (মঙ্গলবার) দুই ভাই একসঙ্গে ভাত খেয়েছি। পরে সে নিজের ঘরে ঘুমাতে চলে যায়। শিবলু কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন, যার চিকিৎসাও চলছিল।’

রামগড় থানার এসআই শামসুল আমিন বলেন, প্রাথমিত তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করে মৃতদেহ খাগড়াছড়ি মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএস

খাগড়াছড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর