ঝরনার পানিতে তলিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩২ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝরনার পানিতে তলিয়ে যাওয়া এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিলাসী ঝরনায় এ ঘটনা ঘটে।
মৃত এ কে এম নাইমুল হাসান (২১) চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলী নাথপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। নাইমুল সীতাকুণ্ডের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ সারাবাংলাকে বলেন, ‘নাইমুল তার তিন বন্ধুসহ সকাল সাড়ে ১০টার দিকে বিলাসী ঝরনায় ঘুরতে গিয়েছিল। পানিতে নামার পর একপর্যায়ে নাইমুল তলিয়ে যায়। তিন বন্ধু এসময় চেষ্টা করেও সাঁতার না জানায় তাকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের টিম গিয়ে বেলা পৌনে ১টার দিকে লাশ উদ্ধার করে।’
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক জানিয়েছেন, নাইমুলের লাশ পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/আরডি/এনইউ