Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাজেকের পথে ঢাবি শিক্ষার্থী অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৮

অপহরণের শিকার ঢাবি শিক্ষার্থী দ্বীপিতা চাকমা

রাঙ্গামাটি: জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতকোত্তরের এক ছাত্রীকে অপহরণের খবর পাওয়া গেছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর প্রায় ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অপহরণের শিকার ছাত্রীর নাম দ্বীপিতা চাকমা (২৪)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী।

পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, দুপুর সোয়া ১২টার দিকে ওই ছাত্রী সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ি গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে। আমাদের সাঁড়াশি অভিযান চলছে। আমরা আশাবাদী ওই ছাত্রীকে শিগগিরই উদ্ধার করতে পারব।

সারাবাংলা/পিডিএনআর/এনএস

টপ নিউজ ঢাবি শিক্ষার্থী অপহরণ রাঙ্গামাটি সাজেক ভ্যালি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর