প্রাক্তন প্রাউড বয়েজ নেতার ২২ বছরের কারাদণ্ড
৬ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪৯
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গা সংগঠিত করার দায়ে প্রাউড বয়েজের প্রাক্তন নেতা এনরিক তারিওর ২২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মার্কিন গণতন্ত্রের কেন্দ্রে ওই হামলার দায়ে এ পর্যন্ত সর্বোচ্চ শাস্তি পাওয়া ব্যক্তি তিনি।
এনরিক তারিওর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ আমলের আইনে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। গত মে মাসে তিনি অভিযুক্ত হয়েছিলেন।
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে আক্রমণ চালিয়েছিল তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। ক্যাপিটল দাঙ্গার অভিযোগে এ পর্যন্ত এক হাজার ১০০ জনের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।
দাঙ্গার সময় ৩৯ বছর বয়সী তারিওওয়াশিংটনে ছিলেন না। কিন্তু ফেডারেল প্রসিকিউটররা যুক্তি দিয়েছেন, অতি-ডানপন্থী গোষ্ঠীটিকে সংগঠিত করতে সাহায্য করেছিলেন তারিও।
মঙ্গলবার মার্কিন জেলা জজ টিমোথি কেলি মার্কিন আইনসভায় হামলার ঘটনায় এনরিক তারিওর বিরুদ্ধে সাজার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় বিচারক প্রাউড বয়েজের প্রাক্তন নেতা তারিওকে ৬ জানুয়ারির ষড়যন্ত্রের মূল হোতা বলে অভিহিত করেন।
বিচারক কেলি বলেন, সেদিন যা ঘটেছিল তাতে আইনের শাসন এবং সংবিধানকে সমর্থন করে এমন একটি গুরুত্বপূর্ণ আমেরিকান প্রথা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই দিনটি আমাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পূর্বের অবিচ্ছিন্ন ঐতিহ্যকে ভেঙে দিয়েছে।
একই ঘটনায় ইতোমধ্যে আরও দুইজন প্রাউড বয়েজ সদস্যের কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত। গত সপ্তাহে তাদের একজনকে ১৫ বছর এবং আরেকজনকে ১৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত।
প্রাউড বয়েজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক একটি গ্রুপ। ২০১৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়। অতি দক্ষিণপন্থী গোষ্ঠীর সদস্যরা নিজেদের একটি মদ্যপান ক্লাবের সদস্য হিসেবে দাবি করে থাকেন।
তারা নিজেদের ডোনাল্ড ট্রাম্পের সৈনিক হিসেবেও দাবি করেন। তারা প্রায়ই অতিবামপন্থী কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শুরু থেকেই তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল মেনে নেননি। শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তরেও টালবাহানা করেন। সর্বশেষ ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলের দখল নিতে হামলা চালায় তার সমর্থকরা।
অন্য আরেক মামলায় বিচারকের নির্দেশে তিনি ঘটনার দিন ওয়াশিংটন ডিসির বাইরে থাকলেও গ্রুপের সদস্যদের বিভিন্নভাবে সংগঠিত ও উজ্জীবিত করেছিলেন তারিও। যখন তার গ্রুপের সদস্যরা ঝাঁকে ঝাঁকে ক্যাপিটল হিলে হামলা চালায় তখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাস প্রকাশ করে লিখেন, যা করতে হবে তাই করো।
একটি চ্যাট গ্রুপে গ্রুপের একজন সদস্য তারিওকে প্রশ্ন করেছিলেন, আমাদের পরবর্তীতে কী করা উচিত- জবাবে তারিও জানান, হামলা আবার করো।
ঘটনার শেষ দিকে তারিও লিখেন, কোনো ভুল করবেন না। এ ঘটনা আমরা ঘটিয়েছি।
সারাবাংলা/আইই