Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসিয়ান সম্মেলনে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি

সারাবাংলা ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৩ ০০:৩০

আসিয়ান শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। ছবি: পিআইডি

ইন্দোনেশিয়ার জাকার্তায় অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনসের (আসিয়ান) ৪৩তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ‘আসিয়ান প্রেক্ষিত: প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দু’ প্রতিপাদ্য নিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সভাপতিত্বে চলছে তিন দিনের এই শীর্ষ সম্মেলন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাকার্তা কনভেনশন সেন্টারের (জেসিসি) প্ল্যানারি হলে ছিল আসিয়ান শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। এই সম্মেলন চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তার স্ত্রী ডা. রেবেকা সুলতানাকে নিয়ে স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছান। আসিয়ানের সভাপতি ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সংবর্ধনার পর তাদের স্বাগত জানান। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তার স্ত্রী ইরিয়ানা জোকো উইদোদোকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি ও তার স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডারবিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও ছিলেন। আসিয়ান দেশগুলোর ১০টি সাংগঠনিক নেতাদের সঙ্গে বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং অংশীদার দেশগুলোর নেতারা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও তার স্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও তার স্ত্রীর ফটোসেশন। ছবি: পিআইডি

আসিয়ান শীর্ষ সম্মেলনে বহিরাগত অংশীদারদের সঙ্গে সংস্থার সহযোগিতার উন্নয়ন ও শক্তিশালীকরণ, দক্ষিণ চীন সাগর সংক্রান্ত আচরণবিধি, দক্ষিণপূর্ব এশিয়া পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল (এসইএএনডব্লিওএফজেড), আসিয়ান মেরিটাইম আউটলুক, আসিয়ান আউটলুক ইন ইন্দো প্যাসিফিককের (এওআইপি) মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ থিম ও মিয়ানমার সম্পর্কিত সমস্যার ওপর আলোকপাত করা হবে।

বিজ্ঞাপন

আসিয়ান সচিবালয় থেকে বলা হয়েছে, এই শীর্ষ সম্মেলনে আসিয়ান অবকাঠামো শক্তিশালী করা, খাদ্য নিরাপত্তা, সুনীল অর্থনীতি, সবুজ অর্থনীতি, ডিজিটাল অর্থনীতি ও পেমেন্ট ইকোসিস্টেম সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে।

আসিয়ান শীর্ষ সম্মেলনের পাশাপাশি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ১৮তম ‘ইস্ট এশিয়া সামিটে (ইএএস)’ যোগ দেবেন। আসিয়ানের ১০টি দেশ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ ফেডারেশন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারত পূর্ব-এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছে। এই সম্মেলনের সমাপনী অধিবেশনে বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি।

কর্মসূচি অনুযায়ী, রাষ্ট্রপ্রধান ৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মহাসচিব ড. সালমান আল ফারিসি ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে পৃথকভাবে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

আসিয়ান শীর্ষ সম্মেলনটি একটি দ্বিবার্ষিক সভা, যা একটি আঞ্চলিক (এশিয়া) ও আন্তর্জাতিক (বিশ্বব্যাপী) সম্মেলন হিসেবে কাজ করে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। বাসস।

সারাবাংলা/টিআর

আসিয়ান আসিয়ান শীর্ষ সম্মেলন ইন্দোনেয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর