খন্দকার মোশাররফের ৯০ দিন অনুপস্থিতি ছুটি হিসেবে মঞ্জুর
৫ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৭
ঢাকা: আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক মন্ত্রী ও বর্তমান একাদশ জাতীয় সংসদে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) খন্দকার মোশাররফ হোসেনের ৯০ দিন অনুপস্থিতি ছুটি হিসেবে মঞ্জুর করেছে জাতীয় সংসদ।
সুইজারল্যান্ডে চিকিৎসাধীন মোশাররফ হোসেন ছুটির আবেদন করলে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে তা মঞ্জুর করা হয়।
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ি কোনো সংসদ সদস্য একাধিক ক্রমে সংসদের ৯০ বৈঠকে টানা অনুপস্থিত থাকলে তার সদস্য পদ বাতিল হয়ে যায়। দীর্ঘ দিন সংসদের বৈঠকে অনুস্থিত খন্দকার মোশাররফ হোসেন ৯০ বৈঠকের ছুটির আবেদন করেন।
সংসদের বৈঠকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সংসদ সদস্য মোশাররফের আবেদনটি পড়ে শোনান। গত ৬ জুলাই তিনি সংসদের কাছে এ ছুটির আবেদনটি পাঠান।
ছুটির আবেদনে মোশাররফ হোসেন বলেন, অসুস্থজনিত কারণে আমি সংসদের অধিবেশনে যোগদান করতে পারছি না। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থান করছি। বর্তমানে ব্যাক পেইন অনিয়ন্ত্রিত ডায়াবেটিকস, অনিয়ন্ত্রিত ব্লাড পেশার জনিত রোগে ভুগছি। সুস্থতার জন্য চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বর্তমানে চিকিৎসাধীন আছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আরও দীর্ঘদিন চিকিৎসা প্রয়োজন। এমতাবস্থায় স্বাস্থ্যগত চিকিৎসাজনিত কারণে মহান জাতীয় সংসদে কার্য প্রণালি বিধি ১৭৯ বিধি অনুযায়ি ৯ জুলাই ২০২৩ সাল থেকে পরবর্তি একাধিকক্রমে ৯০ বৈঠক দিবস সংসদে অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুরি প্রার্থনা করছি।
এরপর ডেটুটি স্পিকার শামসুল হক টুকু বিষয়টি ভোটে দেন। বৈঠকে উপস্থিত সংসদ সদস্যরা কণ্ঠভোটে খন্দোকার মোশাররফ হোসেন ছুটির আবেদন মঞ্জুর করেন।
সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ
৯০ দিন অনুপস্থিত খন্দকার মোশাররফ হোসেন ছুটি মঞ্জুর জাতীয় সংসদ সংসদ অধিবেশন