Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এখন আমাদের আ.লীগও পছন্দ করে না, বিএনপিও না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৩ ২২:১২

ঢাকা: আওয়ামী লীগের সঙ্গে জোট করায় এখন সবাই জাতীয় পার্টিকে গৃহপালিত হিসেবে অভিহিত করে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও বিরোধীদলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, এখন আওয়ামী লীগের লোকও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না। আমরা একূল-ওকূল দু’কূলই হারাইছি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনে ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর’ বিলের ওপর বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

চুন্নু বলেন, ‘ঢাকা উত্তরের মেয়র সাহেব ডেঙ্গু নিধনের জন্য ওষুধের টেন্ডারের ব্যবস্থা করেছিলেন। সিঙ্গাপুরের একটি নামকরা কোম্পানি টেন্ডার দিয়েছিল এবং তাদের প্রতিনিধিও এসেছিল। যথারীতি কার্যাদেশও দেওয়া হয়েছে। কিন্তু যখন পত্রিকায় এলো, তখন জানা গেল সিঙ্গাপুরের কোম্পানি এই টেন্ডারেই অংশ নেয়নি। যে প্রতিনিধি এসেছিল তার ব্যাপারে বলা হলো, ওইরকম কোনো প্রতিনিধি তারা পাঠায়নি। কত বড় জালিয়াতি!’ তিনি আরও বলেন, ‘এয়ারপোর্ট থেকে ৫০ কেজি নিয়ে যায়, তার কোনো খবর নাই। প্রধানমন্ত্রী, আপনি একা কী করবেন?’

জাপা মহাসচিব বলেন, ‘এই সংসদের প্রথম অধিবেশন যখন শুরু হয় তখন আপনি (স্পিকার) ৭১ বিধিতে আলোচনার সুযোগ দিয়েছিলেন। একটা রাস্তা সাত-আট কোটি টাকা লাগে। পাঁচটা বছর আপনি (স্থানীয় সরকারমন্ত্রী) আশ্বাস দিলেন, আমিও চাইলাম। কিন্তু হলো না। কারণ, আওয়ামী লীগের সঙ্গে জোট করেছি বলে আমরা নাকি গৃহপালিত। এখন আওয়ামী লীগও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না। আমরা একূল-ওকূল দু’কূলই হারাইছি। কাজগুলো যদি না করে দেন তাহলে যাব কোথায়?’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জাপা মহাসচিব টপ নিউজ মুজিবুল হক চুন্নু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর