Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছ কাটতে গিয়ে ডালের আঘাতে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৩

দিনাজপুর: জেলার বিরামপুর উপজেলায় মন্দিরের গাছ কাটতে গিয়ে রশিদুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের মির্জাপুর মণ্ডবের পাশে এ ঘটনা ঘটে। নিহত রশিদুল ইসলাম উপজেলার বিনাইল ইউনিয়নের চাপড়া বাজার এলাকার অছির উদ্দিনের ছেলে।

নিহতের সহযোগী আফজাল হোসেন জানান, মঙ্গলবার সকাল থেকে সাতজন শ্রমিক নিয়ে মণ্ডব মন্দিরের একটি পাকুড় গাছ কাটতে শুরু করেন তারা। বিকেলে দিকে গাছের অধিকাংশ কাটা হয়েছে। সাড়ে চারটার দিকে গাছের একটি বড় ডালের শেষ অংশ ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে রশিদুল গাছের অন্য একটি ডালে ঝুলতে থাকেন। পরে গাছ থেকে নামানোর আগেই তিনি মারা যায়।

মণ্ডব মন্দির কমিটির সদস্য শিশির কুমার সরকার বলেন, মন্দিরের বেশ কয়েকটি বড়গাছ আছে। এর মধ্যে রাস্তার পাশের পাকুড় গাছটি গোড়া নষ্ট হয়ে যায়। বিরামপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও জেলা প্রশাসকের অনুমোদন নিয়ে ১১ হাজার টাকায় ধুলু নামের এক ব্যবসায়ীর কাছে গাছটি বিক্রয় করা হয়েছে। আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা মন্দির কমিটি দুঃখিত।

নিহতের পিতা অছির উদ্দিন বলেন, ‘আমাদের এলাকার সাতজন শ্রমিকদের সঙ্গে রশিদুল গাছ কাটার কাজ করছিল। হঠাৎ গাছের একটি বড় ডাল ছিটকে মাথায় আঘাত পায়। মাথায় গুরুত্বর আঘাতে মগজ ছিটকে পড়ে। পরে তাকে মৃত অবস্থায় গাছ থেকে উদ্ধার করা হয় ‘

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, নিহতের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

দিনাজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর