Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ দিনের কম মেয়াদের ইন্টারনেট প্যাকেজ থাকছে না

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩০

ঢাকা: মোবাইল ইন্টারনেটের প্যাকেজ কমাতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশিন (বিটিআরসি)। আগামী ১৫ অক্টোবর থেকে ৭ দিনের কম মেয়াদের ইন্টারনেট প্যাকেজ থাকছে না। বর্তমানে বিদ্যমান ৯৫ টি প্যাকেজের পরিবর্তে সর্বোচ্চ ৪০ টি প্যাকেজ করার কথা রয়েছে। সে হিসাবে ইন্টারনেট ব্যবহারে প্যাকেজ হবে ৭ দিন, ৩০ দিন ও অনলিমিটেড। তবে এর বাইরেও গ্রাহকরা তাদের পছন্দমত প্যাকেজ তৈরি করে নিতে পারবেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিটিআরসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘এরইমধ্যে মুঠোফোন অপারেটরদের চিঠি দেওয়া হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে নতুন এই নিয়ম চালু হওয়ার কথা রয়েছে। তার আগে মোবাইল ফোন অপারেটর ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবে বিটিআরসি।’

তিনি বলেন, ‘বর্তমানে ৯০ টির বেশি প্যাকেজ রয়েছে, নতুন নিয়মে প্যাকেজ হতে পারে ৪০ টি। আমরা গ্রাহকের স্বার্থেই প্যাকেজের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছি।’

জানা গেছে, নতুন নির্দেশিকায় প্যাকেজ সংখ্যা সর্বোচ্চ ৪০ এবং মেয়াদ ৭, ৩০ দিন এবং আনলিমিটেড করা হচ্ছে। অপারেটরদের অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা নিজেদের পছন্দমত প্যাকেজ বানিয়ে নিতে পারবে। যা এই ৪০টির বাইরে হবে। বিটিআরসি ৩ সেপ্টেম্বর রোববার মোবাইল ডেটার প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা প্রণয়ন চূড়ান্ত করছে। নতুন এই নির্দেশিকা সম্পর্কে মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। এটি আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। এর আগে আগামী ১৭ সেপ্টেম্বর বিটিআরসি আনুষ্ঠানিকভাবে নির্দেশিকা সম্পর্কে সবাইকে জানাবে।

জানা গেছে, চলতি বছরের মে মাসে মোবাইল ডেটার প্যাকেজ নির্ধারণ করে দেওয়ার একটি খসড়া পরিকল্পনা করার কথা জানায় বিটিআরসি। সে লক্ষ্যে একটি জরিপ করে বিটিআরসি। মে মাসে তার ফলাফল তুলে ধরা হয়। ওই জরিপের ফলাফলে বিটিআরসি জানিয়েছিল, বেশিসংখ্যক গ্রাহক ইন্টারনেট প্যাকেজের সংখ্যা ৪০ থেকে ৫০টির মধ্যে রাখার মতো দিয়েছেন। বেশির ভাগ গ্রাহক চান, ইন্টারনেট প্যাকেজের মেয়াদ হওয়া উচিত তিনটি—৭ দিন, ৩০ দিন ও নির্দিষ্ট মেয়াদহীন (আনলিমিটেড)।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মুঠোফোন অপারেটরগুলো এখন সর্বোচ্চ ৯৫টি প্যাকেজের অফার দিতে পারে। বিটিআরসি ২০২২ সালে এক নির্দেশিকায় এই সংখ্যা নির্ধারণ করে দিয়েছিল। সেখানে ৩, ৭, ১৫ ও ৩০ দিন মেয়াদের প্যাকেজ নির্ধারণ করা হয়। এরপর বিটিআরসি বলছে, বেশি প্যাকেজ নিয়ে গ্রাহকেরা অভিযোগ দিচ্ছে। বেশি প্যাকেজ থেকে সঠিকটা বাছাই করা জটিল। তাই আবারও ইন্টারনেটের প্যাকেজ নিয়ে প্রতিষ্ঠানটি নতুন সিদ্ধান্ত নিয়েছে।

সারাবাংলা/ইএইচটি/একে

ইন্টারনেট টপ নিউজ বিটিআরসি মোবাইল কোম্পানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর