Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শ্রীকৃষ্ণের আদর্শ বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুদৃঢ় করবে’

সারাবাংলা ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২১

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

বুধবার (৬ সেপ্টেম্বর) জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি সনাতন ধর্মাবলম্বী সকলকে জন্মষ্টমী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রীকৃষ্ণের মূল লক্ষ্য ছিল সমাজে ভ্রাতৃত্ব ও সাম্য প্রতিষ্ঠা করা। তিনি আজীবন শান্তি, মানবপ্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখেছেন। শ্রীকৃষ্ণ তার জীবনাচরণ ও কর্মের মধ্য দিয়ে মানুষের আরাধনা করেছেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর। এদেশে সব ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি- ধর্ম যার যার, উৎসব সবার। সকল শ্রেণি-পেশা, সম্প্রদায়ের জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে আমরা সকল সম্প্রদায়ের মানুষের মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবন-যাপন নিশ্চিতে কাজ করে যাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি স্মার্ট, উন্নত, অসাম্প্রদায়িক এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলব। প্রতিষ্ঠা করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ।’ প্রধানমন্ত্রী তার বাণীতে দেশের সকল নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। [সূত্র: বাসস]

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

জন্মাষ্টমী টপ নিউজ প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর