Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেক থেকে ছাড়পত্র পেল সেই নবজাতক আব্দুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৩

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়ার পর উদ্ধার নবজাতক আব্দুল্লাহ ও তার মা শাহিনা আক্তারকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় জানান। এ সময় শিশুটির মায়ের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেন তিনি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাদর আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেওয়া হয়। তবে তারা দুপুরে হাসপাতাল ছাড়ে।

বিজ্ঞাপন

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘চুরি হওয়ার পর নবজাতকটিকে উদ্ধারের জন্য আমাদের হাসপাতালের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হয়েছে। নবজাতক এখন সুস্থ আছে। সেজন্য আজ মা-সন্তানকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে পরবর্তী কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।’

শিশুটির মা শাহিনা আক্তার বলেন, ‘বাচ্চা চুরি হওয়ার পর মনে করেছিলাম আব্দুল্লাহকে ছাড়াই হাসপাতাল থেকে চলে যেতে হবে। তবে সেই বাচ্চা ফেরত পেয়েছি। আর সেই বাচ্চাসহ বাসায় যাচ্ছি। এটা আমাদের জন্য যে কত আনন্দের, সেইটা বলে বুঝাতে পারব না। আমার খুব আনন্দ লাগছে।’

এদিকে, শিশুটির বাবা হিরণ মিয়া বলেন, ‘হাসপাতালের পরিচালক, ডাক্তার, নার্সসহ সকলের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। তারা সার্বক্ষণিক চিকিৎসা দিয়েছেন, খোঁজখবর নিয়েছেন। বাচ্চা উদ্ধারের জন্য পুলিশ অনেক পরিশ্রম করেছে। আজ বাচ্চাসহ আমরা মিরপুর রূপনগরের বাসায় চলে যাচ্ছি।’

এর আগে, ২৯ আগস্ট ঢাকা মেডিকেলে সিজারের মাধ্যমে জন্ম হয় শিশু আব্দুল্লাহর। তবে জন্মের তিন দিনের মাথায় ৩১ আগস্ট ১০৬ নম্বর ওয়ার্ডে ঘুমন্ত মায়ের পাশ থেকে চুরি হয় আব্দুল্লাহ। ঘটনার পর শাহবাগ থানায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেন। আর তাদের সন্দেহভাজন চোর পাশের বেডে ভর্তি নুসরাত শম্পা নামে এক নারীকে নজরদারিতে রাখে পুলিশ।

বিজ্ঞাপন

এর পর গত ২ সেপ্টেম্বর রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে বাচ্চাটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। গ্রেফতার করা হয় একই ওয়ার্ডে ভর্তি নুসরাত শম্পাসহ তার শাশুড়ি, স্বামী ও ননদকে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

আব্দুল্লাহ টপ নিউজ ঢাকা মেডিকেল কলেজ নবজাতক

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর