Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোতলজাত পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০১

ঢাকা: দেশে বোতলজাত পানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এ সময়ে বোতলজাত সকল ধরনের পানির হঠাৎ মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক এবং ভোক্তাস্বার্থবিরোধি উল্লেখ করে ৪ দফা প্রস্তাব করেছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা এ সংগঠনটি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ক্যাবের কো-অর্ডিনেটর (রিসার্চ) শুভ কিবরিয়া।

বিজ্ঞাপন

মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্যাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হুমায়ুন কবির ভূইয়া, কোষাধ্যক্ষ ড. মো. মঞ্জুর-ই-খোদা তরফদার, বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, ক্যাব রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন, ক্যাবের পোগ্রাম কো-অর্ডিনেটর একরাম উল্লাহ আহমেদ।

হুমায়ুন কবির ভূইয়া বলেন, ‘দেশে ডাব নিয়েও সিন্ডিকেট হচ্ছে। শুধু বাদ আছে জাম্বুরা আর আমড়া। আর এটা নিয়েও হয়তোবা হয়ে যাবে। কারণ যেহেতু ডাব, তেল, ডিম নিয়ে সিন্ডিকেট করে, মনে হয় কয়দিন পর পুইশাক নিয়েও সিন্ডিকেট হয়ে যেতে পারে। তাই আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা শুধু সরকারকে দোষারোপ করতে চাই না। সরকার অনেক চেষ্টা করছে। কিন্তু সরকারের কোনো চেষ্টাই কাজে আসছে না। সরকারের মন্ত্রী বলেছেন, আমরা আইন করে দাম নির্ধারণ করে দিলেও ব্যবসায়ীরা মানে না। তাই মন্ত্রী মহোদয়কে বিনয়ের সাথে বলছি- আপনি যখন পারছেন না, তখন বিদায় নেন। এর জন্যে প্রধানমন্ত্রীর অনুমতির দরকার নাই। আপনি পদত্যাগ করুন, আমাদের ভোক্তাদের রেহাই দেন।’

বিজ্ঞাপন

ক্যাবের ৪ দফা দাবি হলো- অবিলম্বে সকল ধরণের বোতলজাত পানির এই অযৌক্তিক, অন্যায়, অনায্য মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে। ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে নিরাপদ, স্বাস্থ্যকর পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। বোতলজাত পানির মূল্য স্বাভাবিক করতে প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সক্রিয় পদক্ষেপ দাবি। এবং যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান যুথবদ্ধভাবে হঠাৎ করে বোতলজাত পানির দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে ভোক্তা সাধারণকে কষ্টে ফেলেছে তাদের আইনানুগ বিচার ও শাস্তি দাবি।

সারাবাংলা/ইএইচটি/ইআ

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর