Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন পেলেন খোকন-কাজলসহ বিএনপিপন্থী ২৪ আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৮

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইফতার মাহফিলে হামলা, ভাঙচুর, হুমকি ও প্রাণনাশের চেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপি সমর্থিত আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২৪ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদেরের আদালতে আসামিরা আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, শাহ আহমদ বাদল, মাহবুবুর রহমান খান, মাহফুজ বিন ইউসুফ, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, ব্যারিস্টার মাহাদিন চৌধুরী, জামিউল হক ফয়সাল, কামরুল ইসলাম, ইউনুস আলী রবি, কাজী মোস্তাফিজুর রহমান আহাদ, মির্জা আল মাহমুদ, ব্যারিস্টার মেহেদী হাসান, নূরে আলম সিদ্দীকী সোহাগ, নজরুল ইসলাম ছোটন, মহসিন কবির রকি, ফয়সাল সিদ্দীকি, সফিউল আলম সপু, শহিদুল ইসলাম, মনজুরুল আলম সুজন, ব্যারিস্টার রেদওয়ান আহমদ রানজিব ও মো. ইসা।

সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জামিনের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ৯ এপ্রিল ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২৪ জনের নামে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান । এরপর গত ১০ এপ্রিল বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ১২ সপ্তাহের আগাম জামিন দেন।

বিজ্ঞাপন

মামলায় অভিযোগে থেকে জানা যায়, গত ৬ এপ্রিল আসামিরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন সাজাপ্রাপ্ত তারেক রহমান এবং জামায়াতের নামে স্লোগান দিয়ে হঠাৎ মিছিল বের করেন। তারা প্রথমে আইনজীবী সমিতির ২ নম্বর হল রুমে, পরে ১ নম্বর হল রুমে প্রবেশ করে ইফতার অনুষ্ঠানের প্রধান বিচারপতির নাম সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলেন। আইনজীবী সদস্যদের জন্য সংরক্ষিত আসনের চেয়ার-টেবিল ভেঙে ও কাপড় উপড়ে ফেলে সমিতি ভবনে অরাজক অবস্থার সৃষ্টি করেন আসামিরা।

সারাবাংলা/এআই/একে

আইনজীবী জামিন টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর