Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদ কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৯

ফাইল ছবি: আবু সাঈদ চাঁদ

কিশোরগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় গ্রেফতার রাজশাহীর বিএনপি নেতা আবু সাইদ চাঁদের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন কিশোরগঞ্জ আদালত। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু সাইদ চাঁদকে হাজির করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার ইন্সপেক্টর মোবারক হোসেন আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত-৫ এর বিচারক রাশিদুল আমিন রিমান্ড ও জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন  দ্রুত বিচার আদালতের এপিপি অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল। অন্যদিকে আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীনসহ অন্যরা।

গত সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় তাকে কড়া পুলিশ পাহারায় কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের হাজতখানায় আনা হয়। পরে বেলা সাড়ে ১১টার সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদলত-৫ এর বিচারক রাশিদুল আমিনের আদালতে তোলা হলে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

এর আগে, রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়।

গত ২৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদের (৬৫) নামে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়।

সারাবাংলা/একে

চাঁদ টপ নিউজ প্রধানমন্ত্রী বিএনপি নেতা শেখ হাসিনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর