ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অবশ্যই শাস্তি পেতে হবে: আইনমন্ত্রী
৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৫
ঢাকা: শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবৃতি সংক্রান্ত বক্তব্য দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এ ধরনের মতামত প্রকাশ করে তিনি (এমরান আহমেদ ভূঁইয়া) আইনশৃঙ্খলা ভঙ্গ করেছেন। সেজন্য অবশ্যই তার শাস্তি পেতে হবে।’
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, ‘কোনো বক্তব্য দিতে হলে অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিয়ে বক্তব্য দিতে হবে। এটা শৃঙ্খলার মধ্যে পড়ে। আমার মনে হয় তিনি শৃঙ্খলাবিরোধী কাজ করেছেন। তিনি মতামত দিতে পারেন সেক্ষেত্রে স্বাধীন কিন্তু যখন তিনি কোনো দায়িত্ব পালন অবস্থায় থাকেন তখন যদি তার সহকর্মীদের সঙ্গে কোনো বিষয় নিয়ে দ্বিমত দেখা দেয় তাহলে তাকে পদত্যাগ করে মতামত দেওয়া উচিত। এখানে কিন্তু তিনি সেটাও করেননি। অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা দেখবেন কি ব্যবস্থা নেওয়া হয়।’
এদিকে মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ওই বক্তব্যের কারণে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভুঁইয়াকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া। তিনি বলেছিলেন, ‘আমি মনে করি ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। ড. ইউনূসের সম্মানহানি করা হচ্ছে বলে মনে করছি এবং এটা বিচারিক হয়রানি।’
সারাবাংলা/জেআর/এমও