Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসরকারি খাতে ব্যবসা সম্প্রসারণ হয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩১

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোনো বাধা ছাড়াই বেসরকারি খাতের ব্যবসা সম্প্রসারণ হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘সুইচ টু সার্কুলার ইকোনমি’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘পরিবেশ বাঁচাতে, এবং বিশ্বকে রক্ষায় সব শিল্পেই সার্কুলার ইকোনমি (বৃত্তকার অর্থনীতি) জরুরি। সরকার এক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। গার্মেন্টস শিল্পে বাংলাদেশের আরও ভালো করার সুযোগ রয়েছে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ। সবুজায়ন গার্মেন্টস শিল্পে আমরা রেকর্ড করেছি। টেক্সটাইল বর্জ্যের পুনর্ব্যবহারযোগ্য সমাধানের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। গার্মেন্টস শিল্প আমাদের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে।’

তিনি আরও বলেন, ‘পোশাক উৎপাদন সংখ্যার দিক থেকে বিশ্বের অন্যান্য দেশকে ছাড়িয়ে ২০২২ সালে বাংলাদেশ একটি নতুন মাইলফলক ছুঁয়েছি। এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের একটি গঠনমূলক দৃষ্টিভঙ্গি থাকা উচিত এবং আমাদের কৌশল পদ্ধতিতে স্থায়িত্ব এবং বৃদ্ধির সমন্বয় করা উচিত। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অত্যন্ত ব্যবসাবান্ধব নীতি অনুসরণ করছি যা আমাদের বেসরকারি খাতকে কোনো বাধা ছাড়াই ব্যবসা পরিচালনায় উৎসাহিত করছে। আসন্ন বছরগুলিতে আমাদের শীর্ষ অগ্রাধিকার হওয়া উচিত বাজারের বৈচিত্র্যকরণ, পণ্যের বিকাশ, হাই-এন্ড ফ্যাশন পণ্যের দিকে অগ্রসর হওয়া, প্রযুক্তিগত অগ্রগতি, নকশা এবং প্রতিভা বিকাশ।’

বিজ্ঞাপন

সেমিনারে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, ইইউ ডেলিগেশন টু বাংলাদেশের চার্জ দ্যা এফেয়ার্স বার্নড স্পেইনারসহ অনেকে।

সারাবাংলা/এসজে/এমও

টপ নিউজ প্রধানমন্ত্রী বেসরকারি খাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর