Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমিকের সঙ্গে যোগসাজশে সোনা চুরি

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে সোনা চুরির অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সম্পর্কে প্রেমিক-প্রেমিকা বলে জানা গেছে। রোববার (৩ সেপ্টেম্বর) রাতে সীতাকুন্ড উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন- শারমিন আক্তার কলি (২২) ও মনির উদ্দিন(৩২)। তাদের দু’জনই কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা।

কোতায়ালি জোনের সহকারী কমিশনার অতনু চক্তবর্তী সারাবাংলাকে বলেন, ‘গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) অভিযোগকারী এক গৃহকর্ত্রী ঘরে গৃহকর্মী কলি ও তার অসুস্থ শাশুড়িকে বাসায় রেখে সন্তানদের নিয়ে হাঁটতে বের হন। পরে ঘরে এসে কলিকে না পেয়ে তার নম্বরে কল দিলে বন্ধ পান তিনি। এরপর রুমে ডুকে তিনি দেখেন আলমারিতে রাখা তার সব সোনার গয়না চুরি হয়ে গেছে। এ ঘটনায় পর দিন তিনি সদরঘাট থানায় একটি চুরির মামলা করেন।’

তিনি আরও বলেন, ‘মামলার পর পরই পুলিশ মাঠে নামে। যেহেতু ওই গৃহকর্মীর বাড়ি মহেশখালীতে তাই আমরা প্রথমে ওইখানে যোগাযোগ করি। কিন্তু ওখানকার পুলিশ আমাদের ইনফরমেশন দেয় যে, সেখানে সে নেই। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে ও তার প্রেমিককে একই বাসা থেকে গ্রেফতার করি।’

সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রাব্বানি সারাবাংলাকে বলেন, ‘কলি অনেকদিন ধরেই ওই বাসায় কাজ করছিল। প্রায় চার থেকে পাঁচ বছর। বাসার সবাই তাকে অনেক বিশ্বাস করতো। তাই সে জানতো কোথায় টাকা ও সোনার গহনা ছিল। আমাদের কাছে অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই অভিযানে নেমে পড়ি। এরপর সীতাকুন্ড থেকে তাদের গ্রেফতার করি।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে কলি জানিয়েছে মোবাইলেই তার মনিরের সঙ্গে পরিচয়। এর পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মনির পেশায় ড্রাইভার। চুরি করে সে প্রেমিক মনিরের কাছে চলে যায়। মনির তার পাশেই কলিকে একটি ব্যাচেলর রুম ঠিক করে দেয়। এ ঘটনায় দু’জনরই যোগসাজশ রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/পিটিএম

সোনা চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর