Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলের ওপর উঠে গেল চলন্ত ট্রাক্টর, ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৪

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জে মোটরসাইকেলের ওপর চলন্ত ট্রাক্টর উঠে পড়ায় দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারটার দিকে কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন হাফিজুর রহমান হাশেম (৩২) ও সম্রাট মিয়া (৩৮)। হাশেম জেলার ইটনা উপজেলার কমলভোগ গ্রামের ছমির উদ্দিনের ছেলে। তিনি চৌগাঙ্গা ফাজিল মাদরাসার শিক্ষক ছিলেন। সম্রাট মিয়া জেলার তাড়াইল উপজেলা কাজলা গ্রামের নাজিমুদ্দিন ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন।

শিক্ষক হাফিজুর রহমান হাশেমের বন্ধু সিরাজুল ইসলাম জানান, আলিম পরীক্ষার ডিউটি করার জন্য সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে করিমগঞ্জ সোবহানিয়া ফাজিল মাদরাসার উদ্দেশ্যে রওনা করেন হাফিজুর রহমান হাশেম। পথে করিমগঞ্জ কলেজ মোড়ে পেছন থেকে একটি ট্রাক্টর তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ওপরে ওঠে যায়। এতে মাদরাসা শিক্ষক হাফিজুর রহমান হাশেম ও মোটরসাইকেলচালক সম্রাট মিয়া ঘটনাস্থলে মারা যায়।

করিমগঞ্জ থানার উপ-পরিদর্শক মাজাহর ইসলাম জানান ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। তবে তার চালক পালিয়ে গেছেন।

সারাবাংলা/একে

টপ নিউজ মোটরসাইকেল

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর