Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে নিবন্ধিত মোটরযান ৫৮ লাখ— সংসদে সড়ক পরিহনমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৫ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৯

ঢাকা: বর্তমানে দেশে নিবন্ধিত মোটরযানের সংখ্যা ৫৭ লাখ ৫২ হাজার ১৯৭ এবং ড্রাইভিং লাইসেন্স ইস্যুর সংখ্যা ৫৯ লাখ ৪৬ হাজার ৫২৩ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদ সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে ওবায়দুল কাদের এ সব তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এদিন প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

বিজ্ঞাপন

সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনা হ্রাসে দক্ষ ও মানবিক গুণসম্পন্ন গাড়িচালক তৈরির লক্ষ্যে বিআরটিএ কর্তৃক পেশাজীবী গাড়িচালকদের নিয়মিতভাবে রিফ্রেসার্স প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পেশাজীবী গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে ড্রাইভার প্রশিক্ষণ বাধ্যতামূলক। ২০০৮ সাল থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত সারাদেশে মোট ৮ লাখ ১৫ হাজার ১৪২ জন পেশাজীবী গাড়িচালককে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়ারা হয়েছে।

তিনি আরও জানান, চলতি অর্থবছরে জুলাই/২০২৩ পর্যন্ত সারাদেশে মোট ১৬ হাজার ১৯৬ জন গাড়িচালককে রিফ্রেসার্স প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘Skill for Employment and Investment Program (SEIP)’ প্রকল্পের আওতায় এক লাখ অভিজ্ঞ পেশাদার ড্রাইভার তৈরি কার্যক্রম চলমান রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রকল্পটির আওতায় ইতোমধ্যে বিআরটিসি’র মাধ্যমে ১ম পর্যায়ে ১২ হাজার ৯৩৯ জন, ২য় পর্যায়ে ৭ হাজার ৪৩ জনসহ মোট ১৯ হাজার ৯৮২ জন এবং ৩য় পর্যায়ে ১৪ হাজার ৯৬৬ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ শেষ হইয়াছে। এ ছাড়া ‘মোটরযান চালক তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান’ শীৰ্ষক প্রকল্পের মাধ্যমে দুই বছরে ১৪ হাজার ১০০ জনকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ চালক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক প্রস্তাবিত ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ শীর্ষক প্রকল্পের আওতায় ৬০ হাজার যুবক-যুব নারীদের হালকা ড্রাইভিংয়ের প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে। গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশে উল্লেখযোগ্য সংখ্যক নতুন দক্ষ চালক তৈরির ধারাবাহিকতা বজায় রাখতে সরকার বদ্ধ পরিকর।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

ওবায়দুল কাদের গাড়িচালক টপ নিউজ মোটরযান

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর