Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ট্রলারে বিস্ফোরণ: দগ্ধ আরও এক জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৬ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৫

কক্সবাজার: কক্সবাজারে বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ফিশারীঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ওসমান গনি (৬০) নামে আরও এক জেলের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ওসমান গনি কক্সবাজার শহরের সমিতি পাড়ার বাসিন্দা। তার শরীরের ৭০ শতাংশের বেশী পুড়ে যায়।

বিজ্ঞাপন

এর আগে গত শনিবার সকালে আয়ুব আলী (৫৮) নামে এক জেলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে মারা যান।

গত শুক্রবার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারীঘাট জেটিতে নোঙ্গর করা মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ১২ জেলে দগ্ধ হন। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এখন আরও ৮ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

চট্টগ্রাম মেডিকেলের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিষ্ট্রার রাশেদ উল করিম জানিয়েছেন, আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হলে গত শনিবার একজন এবং আজ সোমবার একজনের মৃত্যু হয়। বিস্ফোরণে আহত অপর দুই জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সারাবাংলা/এনইউ

কক্সবাজার গ্যাস বিস্ফোরণ ট্রলার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর