Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ এক জেলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৭

চট্টগ্রাম ব্যুরো: কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক জেলের মৃত্যু হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত জেলের নাম ওসমান গণি (২০)।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান সারাবাংলাকে জানান, কক্সবাজারের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ১০ জনকে গত শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে একজন মারা গেছেন।

গতকাল রোববার রাতে চিকিৎসাধীন অবস্থান আরও এক যুবকের মৃত্যু হয়েছে। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। আগুনে তার শ্বাসনালীও অনেক ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও জানান, অগ্নিদগ্ধ অন্যদের অবস্থাও তেমন ভালো না। প্রায় সবারই শরীর ৬০ থেকে ৯০ ভাগ পুড়ে গেছে।

এর আগে গত শুক্রবার (১ সেপ্টেম্বর) কক্সবাজারের নুনিয়ারছড়া ৬ নম্বর জেটিতে নোঙর করা এফবি লাকি নামে মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন জেলে দগ্ধ হন। পরে তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধরা সবাই কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া ও সমিতিপাড়ায় বসবাস করতেন।

সারাবাংলা/আইসি/এমও

জেলের মৃত্যু ট্রলার সিলিন্ডার বিস্ফোরণ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর