Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজ নারীর মরদেহ মিলল পাগলা নদীতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২৯

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার পাগলা নদী থেকে বেবি খাতুন (২৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেবি সকাল থেকে নিখোঁজ ছিলেন।

রোববার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাগলা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃত বেবি খাতুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের ওমর ফারুকের মেয়ে।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী জানান, পাগলা নদীতে ভাসমান এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

সারাবাংলা/পিটিএম

নারীর মরদেহ পাগলা নদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর