সিনিয়র সচিবের মর্যাদা পেলেন আইজিপি
স্পেশাল করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:০১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৩ ০১:১৯
৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:০১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৩ ০১:১৯
ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে সরকার। রোববার (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনটি সংশোধন করে গত ১২ জানুয়ারি থেকে আগামী বছরের ১১ জুলাই পর্যন্ত দেড় বছর মেয়াদে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হলো। তবে তার চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।
সারাবাংলা/জেআর/এনইউ