Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় সংসদ অধিবেশন শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩৯

ঢাকা: একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এ অধিবেশন শুরু হয়। প্রথমে তিনি চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত করেন। এরা হলেন, দীপঙ্কর তালুকদার, এ বি তাজুল ইসলাম, মোরশেদ আলম, আনিসুল ইসলাম মাহমুদ (জাপার) এবং আদিবা আনজুম মিতা।

স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই পাঁচজন সভাপতিমণ্ডলীর সদস্য ক্রমানুসারে সংসদে স্পিকারের দায়িত্ব পালন করবেন।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংসদেরে কার্যউপদেষ্ঠা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হয়।

সারাবাংলা/এএইচএইচ/একে

অধিবেশন জাতীয় সংসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর