Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৮ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৩

ঢাকা: চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের রেললাইন থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এতে চার ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার হায়াতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ২টা পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছিলো। নির্ধারিত সময়ের পরেও তারা রেললাইনে অবস্থান করায় তাদেরকে সরিয়ে দেওয়া হয়।

এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) সকাল দশটা থেকে রাজধানীর মালিবাগ রেললাইন অবরোধ করেন রেলের অস্থায়ী শ্রমিকেরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলওয়ের অস্থায়ী শ্রমিকেরা দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ী করনের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। একমাস আগেও তারা কারওয়ানবাজার রেললাইন অবরোধ করে তারা কর্মসূচি পালন করেছেন। তখন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমস্যা সমাধানের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা।

এ প্রসঙ্গে ঢাকা রেলওয়ে অঞ্চলের ব্যবস্থাপক শফিকুর রহমান সারাবাংলাকে বলেন, রেল শ্রমিকদের সঙ্গে আমরা আলোচনা করেছি তাদের বুঝিয়েছি। তারপরেও তারা তা মানেননি।

তিনি বলেন, বিষয়টির সমাধান দ্রুত হওয়া দরকার।

সারাবাংলা/জেআর/এনইউ

টপ নিউজ ঢাকা রেল যোগাযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর