Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিকদের অবরোধে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৪ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৮

ঢাকা: চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকা অবরোধ করেছেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে মালিবাগ রেললাইন অবরোধ করেন শ্রমিকরা। এখন পর্যন্ত ঢাকা থেকে তারাকান্দি যাওয়া অগ্নিবীণা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও একটি লোকাল ট্রেন কমলাপুর স্টেশন থেকে সঠিক সময়ে ছাড়তে পারেনি। ট্রেনগুলো স্টেশনে আটকা পড়েছে।

বিজ্ঞাপন

আন্দোলনকারী শ্রমিকদের দাবি, আইন অনুযায়ী ৩ বছর পরই চাকরি স্থায়ী হওয়ার কথা, কিন্তু ৮/১০ বছর কাজ করার পরও স্থায়ী করা হয়নি। বিভিন্ন সময় মন্ত্রী-সচিবের সঙ্গে মিটিং হলেও কোনো সমাধান হয়নি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছাড়া অবরোধ অব্যাহত থাকবে বলেও জানান শ্রমিকরা।

এর আগে, একই দাবিতে গত ২৯ আগস্ট রেলের অস্থায়ী শ্রমিকরা দুই ঘণ্টা কর্মবিরতিতে গিয়েছিলেন।

সারাবাংলা/ইউজে/এমও

রেল চলাচল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর