এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ১০ মিনিটে বিমানবন্দর-ফার্মগেট, তবু যানজট
৩ সেপ্টেম্বর ২০২৩ ১১:০৬ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৮
ঢাকা: দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হয়েছে। রাজধানীর বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত ১১. ৫ কিলোমিটার উড়াল সড়কটি উদ্বোধনের পরদিন অর্থাৎ রোববার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে যানবাহন চলাচল শুরু করেছে। কিন্ত প্রথম দিনে এক্সপ্রেসওয়েটি রয়েছে ব্যক্তিগত গাড়ির দখলে।
টোল সংগ্রহকারী কর্মীরা জানিয়েছেন, সকাল দশটা পর্যন্ত উড়াল সড়ক দিয়ে বেশিরভাগই ব্যক্তিগত গাড়ির চলাচল ছিলো। তুলনামূলক বাসের সংখ্যা একেবারেই কম।
এদিকে বিমানবন্দর ও ফার্মগেট এলাকার সড়কে বরাবরের মতই যানজট লেগে রয়েছে। অফিস সময়ে ফার্মগেটের যানজট মৌচাক, মালিবাগ, শাহবাগ ছাড়িয়ে যেতে দেখা গেছে। রাজধানীর মতিঝিল, গুলিস্তান, প্রেসক্লাব, শাহাবাগ, ফার্মগেট, বাংলামোটর, মৌচাক, মালিবাগ, কাকরাইল এলাকাতেও সকাল ১১টা পর্যন্ত প্রচণ্ড যানজট ছিলো।
শান্তিনগর মোড়ে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কর্মকর্তা নাজমুল হোসেন সারাবাংলাকে জানান, সকাল নয়টা থেকে প্রচণ্ড জ্যাম। সপ্তাহের প্রথম দিন এমনিতেই একটু জ্যাম থাকে। একসঙ্গে স্কুল, অফিসগামী মানুষের যাতায়াতের কারণে জ্যাম হয়।
ফার্মগেট এলাকায় বিকল্প বাসের চালক নুরুজ্জামান বলেন, ‘শুনেছি উড়াল সড়কের কারণে জ্যাম নাকি কমবে কিন্তু আজকে তো মনে হয় আরও বাড়ছে। এক ফার্মগেটেই কেটে গেলো ৩০ মিনিট।’
বিমানবন্দর এলাকার কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত উড়াল সড়কের যে অংশ চালু করা হয়েছে সেটিতে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়তে থাকে। টোল বক্সের কর্মী আশিকুর জানান, সকাল থেকে প্রায় দেড় ঘণ্টায় সরকারি বাস ছাড়া কোনো প্রাইভেট কোম্পানির বাস সড়কে দেখতে পাইনি। বেশি ছিলো প্রাইভেট কার। তবে দশটার পর কিছু বাস সড়ক পাস করেছে। তবে দুর্ঘটনা এড়াতে এলিভেটেড এক্সপ্রসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাওলা অংশে নামফলক উন্মোচনের মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন। এরপর কাওলা প্রান্ত থেকে টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ছোটবোন শেখ রেহানাকে নিয়ে ওঠেন প্রধানমন্ত্রী। এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের পদস্থ কর্মকর্তারা সঙ্গে ছিলেন।
সারাবাংলা/জেআর/এমও