Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ বসছে বিকেলে, হতে পারে এই মেয়াদের শেষ অধিবেশন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৩ ০৮:১৯ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫৭

ঢাকা: একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসছে আজ রোববার (৩ সেপ্টেম্বর)। অধিবেশ শুরু হবে বিকেল ৫টায়। এটিই হতে পারে বর্তমান সংসদ তথা একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন।

সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন স্পিকার। এদিন থাকবে শোকপ্রস্তাব। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সিনিয়র সদস্য অধিবেশনের সভাপতিত্ব করবেন।

বিজ্ঞাপন

সংবিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশ শেষ হওয়ার পর ৬০ দিনের বেশি বিরতি না দিয়েই আরেকটি অধিবেশন ডাকতে হবে। অর্থাৎ একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরের অধিবেশন শুরুর দিনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিন তথা পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

বর্তমান একাদশ সংসদের নির্ধারিত মেয়াদ পাঁচ বছর পূর্ণ হচ্ছে আগামী ২৯ জানুয়ারি। তবে সংবিধান অনুযায়ীই এর আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। সেই ৯০ দিনের গণনা শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর। সে হিসাবে সেপ্টেম্বরের এই অধিবেশনের পর আর কোনো অধিবেশন না ডাকলেও চলবে। সেক্ষেত্রে এটিই হবে এই মেয়াদের শেষ অধিবেশন।

এদিকে সেপ্টেম্বর মাসের অধিবেশনটি সাধারণত সংক্ষিপ্ত হয়ে থাকে। এই অধিবেশনও যদি তেমন সংক্ষিপ্ত হয় এবং নির্বাচন কমিশন যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে দেরি করে, সেক্ষেত্রে চলতি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের একটি বিরতি তৈরি হয়ে যেতে পারে। এরকম পরিস্থিতি তৈরি হলে রাষ্ট্রপতি যেকোনো সময় অধিবেশন ডাকতে পারেন। তখন একাদশ জাতীয় সংসদ শেষ হবে ২৫টি অধিবেশনে।

বিজ্ঞাপন

কয়েক দিন আগেই ডিজিটাল নিরাপত্তা আইন প্রতিস্থাপনের জন্য সাইবার নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছিল, সেপ্টেম্বরের অধিবেশনেই সেটি বিল আকারে উত্থাপন করে পাস করা হবে। তবে এখন পর্যন্ত যে ২৪টি বিল এই অধিবেশনে উত্থাপন ও পাসের তালিকায় রয়েছে, তার মধ্যে এই আইনটি নেই। তবে অধিবেশন চলাকালে বিলটি প্রস্তুত হয়ে গেলে তা যেকোনো দিন উত্থাপন করার সুযোগ রয়েছে।

আজ অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় কার্যউপদেষ্টা কমিটি বৈঠক রয়েছে। এই অধিবেশন কতদিন চলবে, তা এই বৈঠকে নির্ধারণ করা হবে। স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বৈঠকে উপস্থিত থাকবেন।

সংসদ অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আদেশে বলা হয়েছে, শনিবার দিবাগত রাত ১২টা থেকে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদিও করা যাবে না।

ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত; বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত; পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত; মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি ১৬ নম্বর (পুরাতন ২৭) সড়কের সংযোগস্থল পর্যন্ত; রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং পর্যন্ত; ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত; এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

একাদশ জাতীয় সংসদ জাতীয় সংসদ টপ নিউজ সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর