Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৩

খুলনা: জেলার রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে এরশাদ শেখ (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাজেদুল ইসলাম (১৮) নামের অপর এক শ্রমিক আহত হন।

শনিবার (২ সেপ্টেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের পাঁচানী গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের কাছে এ ঘটনা ঘটে।

মৃত এরশাদ উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ডোমরা এলাকার মৃত শুকুর শেখের ছেলে। আহত মাজেদুল ওই এলাকার হাসেন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচানী এলাকার মালেকের বাড়িতে রাস্তায় দেওয়ার জন্য ব্লক তৈরির কাজ চলছিল। এ সময় হঠাৎ পুরো মেশিন বিদ্যুতায়িত হয়ে যায়। পরে সেই মেশিনের মাধ্যমে বিদ্যুস্পৃষ্ট হন মাজেদুল। তাকে বাঁচাতে গেলে এরশাদ শেখও বিদ্যুস্পৃষ্ট হন। এক পর্যায়ে তিনি ব্লকের ওপর পড়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এরশাদ শেখকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার অফিসার (ওসি) মো. শাহীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/পিটিএম

বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর