ঢামেক থেকে নবজাতক চুরি, পাওয়া গেল কামরাঙ্গীরচরে
স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৮ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৩৫
২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৮ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৩৫
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে ঘুমন্ত অবস্থায় চুরি যাওয়া নবজাতক আব্দুল্লাহকে রাজধানীর কামরাঙ্গীচর এলাকা থেকে উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
শনিবার (২ সেপ্টেম্বর) রাতে নবজাতক শিশুটিকের উদ্ধারের তথ্য নিশ্চিত করেন রমনা জোনের এডিসি হারুন অর রশীদ।
তিনি জানান, কামরাঙ্গীরচর এলাকা থেকে ওই নবজাতকটি উদ্ধার করা হয়েছে। নবজাতকটি এখন তার মায়ের কাছে আছে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট দুপুরের দিকে হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডের হিরন-শাহিনা দম্পত্তির নবজাতক চুরি হয়ে যায়। এর পর শাহবাগ থানায় পরিবারের বড় পক্ষ থেকে একটি মামলা করা হয়।
আরও পড়ুন: চুরি যাওয়া নবজাতকের খোঁজ মেলেনি, থামছে না মায়ের বিলাপ
সারাবাংলা/এসএসআর/পিটিএম