Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিল্ড ট্রিপে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সারাবাংলা ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৫

ঢাকা: শ্রীমঙ্গলের চা বাগান এবং লাউয়াছড়ার বন ও বন্য প্রাণীর ইতিহাস জানতে নর্থ-সাউথ বিশ্ববিদ্যায়ের মিডিয়া কমিউনিকেশন ও জার্নালিজম বিভাগের উদ্যোগে একাডেমিক ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও নিউমিডিয়া কোর্সের একদল শিক্ষার্থী দিনব্যাপী শ্রীমঙ্গলে চা বাগান, লাউয়াছড়া বন ও মাধবপুর লেক ভ্রমণ করেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক ড. শরীফুল ইসলাম ইমশিয়াতের তত্ত্বাবধানে ৪৩ জন শিক্ষার্থী শ্রীমঙ্গলের চা শিল্প, লাউয়াছড়ার বন, বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্যের সম্যক ধারণ নেন। এ ছাড়াও কোর্স অ্যাসাইনমেন্ট হিসেবে শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে ভিন্ন ভিন্ন ডকুমেন্টারি তৈরী করেন। পাশাপাশি মাধবপুর লেক ও চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখেন।

নিউ মিডিয়া শিক্ষার্থী সামিহা নুর কনা বলেন, ‘এতদিন শুধু ক্লাশরুমে থিওরিটিক্যাল পড়েছি। এখানে এসে হাতে-কলমে আরও বেশি শিখতে পারছি। গ্রামের মানুষের জীবনবোধ সর্ম্পকে জানতে পারছি। তাদের নিয়ে অনেক সুন্দর সুন্দর ডকুমেন্টারি তৈরী করতে পারছি। খুব ভালো লাগছে।’

এ বিষয়ে কোর্স ফ্যাকাল্টি ড. শরীফুল ইসলাম ইমশিয়াত বলেন, ‘প্রথাগত শিক্ষার বাইরে ফিল্ড ট্রিপে শিক্ষার্থীরা আরও বেশি গবেষণাধর্মী এবং প্রাকটিক্যাল নলেজ অর্জন করতে পারে। এ ছাড়াও শিক্ষার্থীদের মাঝে একটি মেলবন্ধন তৈরি হয়।’

সারাবাংলা/পিটিএম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ফিল্ড ট্রিপ