Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ উন্নয়নের চেয়ে দুর্নীতি বেশি করেছে: চুন্নু

স্পেশাল করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৭ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩২

ঢাকা: জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের চেয়ে দুর্নীতি বেশি করেছে। আওয়ামী লীগের আমলেই দেশ থেকে বেশি টাকা পাচার হয়েছে। আর দেশকে ৪ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বিএনপি। বিএনপির দুর্নীতি ও দুঃশাসনের কথা এখনও ভোলেনি দেশের মানুষ।’

রোববার (২ সেপ্টেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু নিজের জন্মদিনে পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কেক কাটেন। এসময় জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা মহাসচিবকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না উল্লেখ করে জাপা মহাসচিব বলেন, ‘দেশের মানুষ জাতীয় পার্টিকে বিশ্বাস করে। জাতীয় পার্টির ওপর আস্থা রাখতে চায়। জাতীয় পার্টিকেই দেশের মানুষ আবারও রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।’

নেতা-কর্মীদের উদ্দেশে চুন্নু আরও বলেন, ‘নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নেবেন তাদের ভবিষ্যৎ ভালো হবে না।’

হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘এরশাদের রাজনৈতিক উত্তরসূরী হচ্ছেন তার ভাই গোলাম মোহাম্মদ কাদের এমপি। দেশ-বিদেশে এটাই প্রতিষ্ঠিত জিএম কাদের এর নেতৃত্বেই জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। গোলাম মোহাম্মদ কাদেরই এরশাদের জাতীয় পার্টিকে সাফল্যের শিখরে নিয়ে যাবেন।’

বিজ্ঞাপন

জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুর জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা নুরুল ইসলাম তালুকদার, হেনা খান পন্নী, অ্যাডভোকেট লাকী বেগমসহ অনেকে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

আওয়ামী লীগ উন্নয়ন চুন্নু দুর্নীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর