Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা করল হেলমেটপরা দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪০

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার সাবরুল মাথাইল চাপর এলাকায় পারভেজ তালুকদার (৪২) নামে এক কলেজ শিক্ষকতে কুপিয়ে হত্যা করেছে হেলমেটপরা দুর্বৃত্তরা। তিনি বগুড়া সদরের কৈচর এলাকার বি এম কলেজে শিক্ষকতা করতেন।

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার বেলা ১১টার দিকে শিক্ষক পারভেজ তালুকদার মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। পথে মাথাইল চাপর এলাকায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তিনি দৌঁড়ে একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানেই হামলাকারীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। হামলাকারীরা হেলমেট পরিহিত অবস্থায় হামলা চালায়। পরে পারভেজ তালুকদারকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ওসি জানিয়েছেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, অত্যন্ত গুরত্বের সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে এবং হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

কলেজ শিক্ষক কুপিয়ে হত্যা টপ নিউজ হেলমেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর