Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩২

চাঁপাইনবাবগঞ্জ: জেলার নাচোল উপজেলায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। নিহতের নাম জিয়াউর রহমান (৪০)।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌপুকুরিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউর উপজেলার কালইর কাঁঠালপাড়ার মৃত বেলাল উদ্দিনের ছেলে।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, জিয়াউর নাচোল থেকে কালইর যাবার পথে চৌপুকুরিয়া নামক সড়কের পাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা জিয়াউরকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনি ব্যবস্থা নেওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এনএস

চাঁপাইনবাবগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর