Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৩ ২১:২৩

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে ওই গ্রামের পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিত্যানন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। গত কয়েকদিন যাবত এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জের ধরে শুক্রবার দুপুরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেনের সমর্থক আবু সাঈদ মারা যান। আহত হন উভয়পক্ষের অন্তত ১০ জন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/একে

ঝিনাইদহ মামলা সংঘর্ষ হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর