থাকসিন সিনাওয়াত্রার ৭ বছরের দণ্ড মওকুফ
১ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৭ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০০
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কারাদণ্ড কমিয়ে রাজকীয় ফরমান জারি করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজা মহা ভাজিরালোঙকোর্ন থাকসিনের আট বছরের সাজার সাত বছর মওকুফ করেন।
প্রাক্তন প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা ১৫ বছরের বেশি সময় স্ব-আরোপিত নির্বাসন থেকে গত ২২ আগস্ট থাইল্যান্ড ফেরেন। দেশে ফেরার পরপরই তাকে গ্রেফতার করা হয়।
রাজকীয় গেজেটে প্রকাশিত একটি নথিতে বলা হয়েছে, দেশের সবচেয়ে বিখ্যাত রাজনীতিবিদ তার অপরাধ স্বীকার করেছেন এবং অনুশোচনা প্রকাশ করেছেন। এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বয়স্ক এবং অসুস্থ।
রাজকীয় গেজেটে বলা হয়, থাকসিন প্রধানমন্ত্রী হিসেবে দেশ ও জনগণের সেবা করেছেন এবং রাজতন্ত্রের প্রতি অনুগত ছিলেন। তিনি বিচারিক প্রক্রিয়াকে সম্মান করেছেন। তার সাজা শেষ হওয়ার পর থাকসিন তার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে থাইল্যান্ড এবং এর জনগণের সেবা করতে সক্ষম হবেন।
এর আগে, ২০০১ সালে একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম থেকে ক্ষমতায় আসেন থাকসিন সিনাওয়াত্রা। এর পাঁচ বছর পর ব্যাপক বিজয় নিয়ে আবারও ক্ষমতায় আসেন তিনি। ২০০৬ সালের সেপ্টেম্বরে থাকসিন যখন নিউইয়র্কে জাতিসংঘে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী।
দেশটির মুসলিম অধ্যুষিত দক্ষিণ প্রদেশে সংঘাত চলাকালে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হন থাকসিন। এছাড়া তার শাসনকালে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ নামক এক অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়, যার কারণে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। এরপর ২০০৮ সাল থেকে স্বেচ্ছায় নির্বাসিত ছিলেন তিনি। নির্বাসনকালে তার বেশির ভাগ সময় কাটে দুবাইতে।
সারাবাংলা/আইই