Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ— শেখ হাসিনার নেতৃত্বে মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেড়াবে ছাত্রলীগ

সিনিয়র করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৪ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৯

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার শপথ নিয়েছে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। সংগঠনটির নেতাকর্মীরা শপথ নিয়েছেন, তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গবন্ধুকন্যার ভিশন স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেদের নিয়োজিত করবেন। শেখ হাসিনার নেতৃত্বে তারা ভূপৃষ্ঠ থেকে মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেড়ানোর শপথও নিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা এই শপথ নেন। শপথবাক্য পাঠ করান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। এ সময় মঞ্চে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীতের মাধ্যমে বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হয় ছাত্রলীগের এই সমাবেশ। পরে সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত নেতাকর্মীদের শপথ পড়ান। নেতাকর্মীরা সামনে হাত বাড়িয়ে শপথবাক্য পাঠ করেন।

আরও পড়ুন- ‘খালেদা জিয়া ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন’

শপথে বলা হয়, আমরা বাঙালির মহান স্বাধীনতা ও পূর্বপুরুষের পবিত্র রক্তে ভেজা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের তরুণ প্রজন্ম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের নব রূপায়নের রূপকার বাঙালির নির্ভরতার শেষ ঠিকানা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে দৃঢ়চিত্তে শপথ করছি যে তারুণ্যের স্বপ্নের স্বদেশ, পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলা এবং কন্যার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপসহীন, অক্লান্ত, আমৃত্যু সদা সর্বদা সচেষ্ট থাকব।

শপথবাক্যে বলা হয়, আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন, বঙ্গমাতার সাধনা ও দেশরত্নের সাহসকে নিজের জীবন গঠনে ও সমৃদ্ধ স্বদেশ গড়তে মূলনীতি হিসেবে মানব। তারুণ্য লড়বে, তারুণ্য গড়বে, তারুণ্য দেশবিরোধী সব অপশক্তিকে পিতার তর্জনীর দাপটে ধ্বংস করবে।

শপথে সাদ্দাম হোসেন বলেন, তারুণ্য বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মর্যাদশীল করতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ভূপৃষ্ঠ থেকে মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেড়াবে। জাতির পিতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে এ দেশের তরুণ প্রজন্মকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।

বিজ্ঞাপন

এর আগে ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও সভাপতি সাদ্দাম হোসেন বক্তব্য রাখেন। সমাবেশে সভাপতিত্ব করছেন সাদ্দাম হোসেন, সমাবেশ সঞ্চালনা করছেন শেখ ওয়ালী আসিফ ইনান।

আরও পড়ুন-

সারাবাংলা/টিআর

ছাত্রলীগ ছাত্রলীগের সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর