মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, বাবা-মেয়ে নিহত, মা-মেয়ে সংকটাপন্ন
১ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৪
বাগেরহাট: দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে খুলনা থেকে বাগেরহাটের শরণখোলায় বাড়িতে ফিরছিলেন সোহেল ফরাজি (৩৩)। পথে এক ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন চারজনই। দুর্ঘটনায় আহত হয়ে সোহেল আর ছোট মেয়ে প্রাণে বাঁচতে পারেননি। তার স্ত্রী ও আরেক মেয়ে গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের পিলজংগ বালুয়ার দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহত সোহেল ফরাজির বাড়ি শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামে। দুর্ঘটনায় তার সঙ্গে মারা গেছেন ছোট মেয়ে পাঁচ বছর বয়সী নওরীন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী মিনি বেগম ও বড় মেয়ে নওশীন (১০)।
এ ঘটনায় ট্রাকের চালক মোহাম্মদ শাহজাহান সরদারকে (৩৮) আটক করেছে পুলিশ। তিনি সাতক্ষীরার সদরের কাশিমপুর গ্রামের মৃত আতিয়ার সরদারের ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাতে খুলনা থেকে মোটরসাইকেলে করে একই পরিবারের চারজন বাগেরহাটের শরণখোলায় আসছিলেন। পথে বালুয়ার দোকান এলাকায় সামনে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা চারজনই পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
সারাবাংলা/টিআর