Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদা জিয়া ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন’

সিনিয়র করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৩ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৭

ঢাকা: বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া ছাত্রদলের হাতে অস্ত্র তুলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের হাতে তুলে দিয়েছিলেন বই-খাতা-কলম। সেই ছাত্রলীগই দেশের যেকোনো প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছে, এগিয়ে আসে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। পঁচাত্তরের ১৫ আগস্টের শহিদদের স্মরণে আয়োজিত সমাবেশে বক্তব্যের শুরুতেই তিনি নিজ পরিবারের শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিজ্ঞাপন

বক্তব্যে ছাত্রলীগের দীর্ঘ গৌরবময় ইতিহাস তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বলেন, মানুষের অধিকার আদায়ের জন্যই ছাত্রলীগের জন্ম। ছাত্রলীগ সবসময় আন্দোলন-সংগ্রামে গৌরবজনক ভূমিকা পালন করেছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ছেষট্টির ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধেও ঝাঁপিয়ে পড়েছে ছাত্রলীগ।

আরও পড়ুন- জাতীয় সংগীতে সমাবেশ শুরু ছাত্রলীগের

শেখ হাসিনা বলেন, জাতির পিতাকে হত্যার পর প্রতিবাদও করেছে ছাত্রলীগই। পঁচাত্তরের পর তিনি ও তার ছোট বোন শেখ রেহানা ছিলেন দেশের বাইর, নির্বাসনে। সেখান থেকে তাদের ফিরিয়ে আনার দাবিও ছাত্রলীগই প্রথম তুলেছিল বলে জানান শেখ হাসিনা।

সাধারণ মানুষের সেবা ও প্রয়োজনেও ছাত্রলীগের সবসময় এগিয়ে আসার কথা তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, ছাত্রলীগ যখন মানুষের প্রয়োজনে এগিয়ে যায়, দেখে আমার বুক ভরে যায়। এভাবেই ছাত্রলীগ যদি আদর্শ ধরে রেখে এগিয়ে যেতে পারে, তাহলে এই দেশের অগ্রযাত্রকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

ছাত্রদল ও ছাত্রলীগের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ছাত্রলীগ সবসময় আদর্শের রাজনীতি করেছে। কিন্তু খালেদা জিয়া ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। আর আমি ছাত্রলীগের হাতে তুলে দিয়েছিলাম খাতা-কলম-বই। আমি বলেছি, মানুষের মতো মানুষ হতে হবে।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, অশিক্ষিত-মূর্খদের হাতে দেশ পড়লে সেই দেশের অগ্রযাত্রায় এগিয়ে যেতে পারে না। পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছিল, তারা দেশকে কী দিয়েছে? বাঙালি ছিল একটি বিজয়ী জাতি। তারা সেই বিজয়ের ইতিহাস মুছে ফেলেছিল। তারা শেখ মুজিবের নাম মুছে ফেলেছিল। তারা ৭ মার্চের ভাষণ মুখে ফেলেছিল। যে জয় বাংলা স্লোগান ধরে স্বাধীনতা এসেছে, সেই স্লোগান তারা মুছে ফেলেছিল।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সমাবেশে শেখ হাসিনার আগে বক্তব্য রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে সব অপশক্তিকে প্রতিহত করতে শেখ হাসিনার সামনে শপথ নেন সমাবেশে উপস্থিত লাখো নেতা-কর্মী। বিকেল ৩টা ৪৫ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

আরও পড়ুন-

সারাবাংলা/টিআর

ছাত্রলীগ ছাত্রলীগের সমাবেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর