Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে ছাত্রসমাজ এক হয়েছে’

ঢাবি করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৬ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৮

ঢাকা: বাংলাদেশের ছাত্রসমাজ শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে এক হয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা। তিনি বলেন, ‘আর কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।’

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত সমাবেশে যোগ দেওয়ার প্রাক্কালে তিনি এসব কথা বলেন।

গোলাম মূর্তজা পাপ্পা বলেন, ‘ছাত্ররাই বাংলাদেশের ভবিষ্যৎ। তারা আজ এক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বিজয় এনে দিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজ একত্রে কাজ করছে। আর কোনো ষড়যন্ত্রে কাজ হবে না।’

পরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রায় ৬ হাজার নেতাকর্মী নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশে যোগ দেন তিনি।

উপজেলা ছাত্রলীগের শীর্ষ দুই নেতা জানান, ছাত্রলীগের আয়োজনে এই সমাবেশে রূপগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন, দু’টি পৌরসভা ইউনিট এবং একটি সাংগঠনিক ইউনিটের প্রায় ৬ হাজার নেতাকর্মী সমাবেশে এসেছেন।

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম বলেন, ‘রূপগঞ্জ উপজেলা থেকে আমরা প্রায় ৬ হাজার নেতাকর্মী সমাবেশে এসে উপস্থিত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে, আগামী নির্বাচনে তাকে আবারও বিজয়ী করতে রূপগঞ্জ ছাত্রলীগ কাজ করে যাবে। শেখ হাসিনা এবং গাজী গোলাম দস্তগীরের বিজয় নিশ্চিত করে আমরা ঘরে ফিরব।’

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের দেখা মিলেছে। শুক্রবার সকাল থেকেই রূপগঞ্জের নেতাকর্মীদের জড়ো হওয়ার নির্ধারিত স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে উপস্থিত হতে থাকেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা জেগে উঠেছে। বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ এই ছাত্রসমাবেশে আমরা এখানে এসেছি। সোহরাওয়ার্দী উদ্যান হয়তো এরচে বড় সমাবেশ আর কখনও দেখেনি। এই সমাবেশকে কেন্দ্র করে সবাই পুনরুজ্জীবিত হয়েছে। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে জয়ের মালা উপহার দিয়েই তবে আমরা মাঠ ছাড়ব।’

কায়েতপাড়া ইউনিয়নের ছাত্রলীগ কর্মী সাঈদ আহমদ সারাবাংলাকে বলেন, ‘আজকের সমাবেশকে কেন্দ্র করে প্রত্যেকটি ইউনিটে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সবাই ইতিহাসের সাক্ষী হতে এখানে এসেছে। দেশরত্ন শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে আমরা রাজপথে আছি।’

সার্বিক বিষয়ে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর আহমেদ খান রিয়াজ বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আগামী নির্বাচনে তাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে রূপগঞ্জ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রয়োজনে জীবনে বিলিয়ে দেবে। শেখ হাসিনার অধীনে উন্নয়নের যে গণজোয়ার ঘটেছে, সেটি চলমান রাখতে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী এবং গাজী গোলাম দস্তগীরকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করতে আমরা মাঠে থাকব।’

সারাবাংলা/আরআইআর/এমও

গাজী গোলাম মূর্তজা পাপ্পা ছাত্রসমাজ শেখ হাসিনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর