চুরি যাওয়া নবজাতকের খোঁজ মেলেনি, থামছে না মায়ের বিলাপ
১ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৬ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩০
ঢাকা: আমার বাচ্চা আমি ফেরত চাই, আর কিছুই চাই না। আমার বাচ্চা আমার কোলে আইনা দেন। আমার আব্দুল্লাহরে কই নিয়ে গেছে, আমার বুকের ধনরে ছাড়া কেমনে বাঁচবো আমি— এভাবেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে বিলাপ করছিলেন সন্তান হারানো অসুস্থ শাহিনা।
শাহিনার কাছে শিশুর কথা জিজ্ঞাসা করতেই কান্নায় ভেঙে পরেন তিনি। তাকে সান্তনা দেওয়ার ভাষাও হারিয়ে ফেলেছেন স্বজনরা। বারবার আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলে চিৎকার করছেন শাহিনা। তিনি বলেন, ‘বাচ্চাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। সেই স্বপ্নকে কারা আমার বুক খালি করে নিয়ে গেল।’
২৪ ঘণ্টা পার হলেও এখনও সন্ধান মেলেনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া ৩ দিন বয়সি শিশু আব্দুল্লাহর। এদিকে পুলিশ বলছে, শিশুটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা।
শুক্রবার (১ সেপ্টেম্বর) হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, অতিরিক্ত ১ নম্বর বিছানায় শুয়ে আছেন চুরি যাওয়া শিশুটির মা শাহিনা আক্তার। তার স্বজন এবং ওয়ার্ডের অন্য রোগীর লোকজন তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করছেন।
শিশু আব্দুল্লাহর বাবা রাজমিস্ত্রী হিরন মিয়া বলেন, ‘কোনো রোগীর লোক অথবা হাসপাতালেরই কেউ, এই চুরির সাথে জড়িত। হাসপাতালে এতো আনসার সদস্য, সিসি ক্যামেরা, তারপরও কীভাবে বাচ্চা চুরি হইলো। হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন আমাদের সাহায্য করতেছে। তাদের কাছে আমার আবেদন তারা যেন আমার বাচ্চাটিকে দ্রুত উদ্ধার করতে পারে।’
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘বাচ্চা চুরির ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে শিশুর বাবা হিরণ মিয়া বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-২। বাচ্চাটি উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে ঘুমন্ত শাহিনার পাশ থেকে চুরি হয় তার ৩ দিন বয়সি শিশু আব্দুল্লাহ। গত মঙ্গলবার শাহিনা ঢাকা মেডিকেলে ছেলে সন্তানের জন্ম দিয়েছিলেন।
সারাবাংলা/এসএসআর/এমও