Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা কাজ দেখাব, কথাও বলব: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪২

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মানুষ শুধু কথা শুনতে অভ্যস্ত নয়। মানুষ কাজ দেখতে চায়। আমরা কাজ দেখাব, কথাও বলব। আমরা কথা দিয়ে কথা রাখি। নির্বাচনকে সামনে রেখে সরকারের নির্বাচনমুখী কর্মকাণ্ড, প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী অবহিত করবেন; এ কারণেই সুধী সমাবেশ।’

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুধী সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এসময় আওয়ামী লীগের নেতাদের মধ্যে সাংগঠনিক মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পীসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট অংশের উদ্বোধন উপলক্ষে শনিবার (২ সেপ্টেম্বর) পুরাতন বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ‘এ ধরনের সমাবেশে করার আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে। এখন জনসংখ্যা বেড়েছে এবং ইদানিংকালে সরকারের উন্নয়ন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ব্যক্তিগত জনপ্রিয়তা, উন্নয়ন; সবকিছু মিলিয়ে জনসমর্থন আমাদের আগের চেয়ে অনেকে বেড়েছে। সাম্প্রতিক প্রধানমন্ত্রীর সমাবেশেগুলি এবং আমরাও সমাবেশেগুলি এই সিটিতে করেছি উত্তরে-দক্ষিণে তাতে কিন্তু জনগণের অংশগ্রহণ অনেক জায়গায় অবিশ্বাস্য।’

তিনি আরও বলেন, ‘আমরা শুধু কথার বলার জন্য এ সমাবেশে ডাকিনি। আমরা জনগণকে দেখাব আমরা কাজও করেছি। পদ্মা সেতু উদ্বোধনেও আমরা দেশের জনগণকে ডেকেছি এবং মেট্রোর প্রথম উদ্বোধনেও জনগণ ছিল। সুধী সমাবেশ হয়েছে। তেমনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট থেকে এয়ারপোর্ট অবধি অংশের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আমরা জনগণের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করছি। মানুষের আগ্রহ আছে। কারণ মানুষ শুধু কথা শুনতে অভ্যস্ত নয়, মানুষ কাজ দেখতে চায়। আমরা কথা দিয়ে কথা রাখি; প্রধানমন্ত্রী বক্তব্যে তার আমলে বিভিন্ন অগ্রাধিকার প্রকল্পে বিস্তারিত দেশের জনগণকে জানাবেন।’

বিজ্ঞাপন

সুধী সমাবেশের উদ্দেশ্য নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এটা নির্বাচনি সভা নয়। কিন্তু এটা নির্বাচনকে সামনে রেখে এই সভাটি আমাদের সরকারের নির্বাচনমুখী যে কর্মকাণ্ড, নির্বাচনমুখী যে কাজ, নির্বাচনমুখী যে প্রস্তুতি-পরিকল্পনা; এ সম্পর্কে আমাদের নেত্রী সমবেত সমাবেশকে অবহিত করবেন, দিক নির্দেশনা দেবেন।‘

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে আন্দোলনের বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই এবং আন্দোলন করতে যে সাবজেক্টিভ প্রিপারেশন, সেটাও প্রস্তুত নয়। বিএনপি শুরুতে যে জোটের সম্মিলন, সমমনাদের সম্মিলন ঘটিয়েছিল, তা কিন্তু এখন আর নেই। এখন দলে দলে নানান বিভক্তি। সরকার পতন তো দূরে থাক, নিজেদের অস্তিত্ব নিয়েই বিএনপি এখন দুঃশ্চিন্তায় আছে।’

সারাবাংলা/এনআর/এমও

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর