Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৩ ১২:১২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৩

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সের ধাক্কায় হৃদয় মাহিন আলভী (২৩) নামে একজন যুবক হয়েছেন। এ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আহত হয়েছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক ঘোড়াঘাট নুরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন ঢাকা থেকে তার চাচার লাশ নিয়ে দিনাজপুরে নিজ বাসায় ফিরছিলেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।

নিহত হৃদয় মাহিন আলভী দিনাজপুর সদর উপজেলার বালুবাড়ি এলাকার মেফতাহুল রহমানের ছেলে। আহত অ্যাম্বুলেন্সের চালকের নাম মিঠুন। তিনি বরিশালের গৌরনদী থানার শারিকল গ্রামের আব্দুল মালেকের ছেলে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, ঢাকার একটি হাসপাতাল থেকে চাচার লাশ নিয়ে দিনাজপুরে নিজ বাসায় যাচ্ছিলেন মাহিন। পথিমধ্যে ঘোড়াঘাট উপজেলায় নুরজাহানপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয় লাশবাহী অ্যাম্বুলেন্সটি। এসময় ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয় এবং আহত হন অ্যাম্বুলেন্স চালক।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার পরিবারের লোকজনের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পালিয়ে যাওয়া ট্রাকটি ধরার চেষ্টা চলছে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ দিনাজপুর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর