Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৩ ২১:০৫

দিনাজপুর: জেলার বিরামপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কায় মানিক হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক কিশোর আখেরুজ্জামান (১৪)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিওড় বটতলী বাজারে এ ঘটনা ঘটে। বিরামপুর থানা পুলিশের উপপরিদর্শক তুহিন বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মানিক নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের চেরাগপুর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং আহত আখেরুজ্জামান ওই এলাকার ইয়ার আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে বিরামপুর দিওড় এলাকায় ফুফুর বাড়িতে মোটরসাইকেল নিয়ে দাওয়াত খেতে আসেন মানিক ও আখেরুজ্জান। দাওয়াত খেয়ে ফেরার পথে দিওড় এলাকায় মহাসড়কে ওঠার সময় দিনাজপুরগামী আকাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দু’জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আখেরুজ্জামান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানতে চাইলে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত সরকার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক কিশোর মারা গেছে, আহত হয়েছে আরেকজন। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, নিহতের খবর পেয়ে বিরামপুর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর/পিটিএম

ধাক্কা বাস মোটরসাইকেল

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর