‘সমাবেশ ঘিরে প্রস্তুতি ৫৬ হাজার বর্গমাইল ছুঁয়েছে’
৩১ আগস্ট ২০২৩ ১৫:০৩ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ ১৫:৪৮
ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশ ঘিরে প্রস্তুতি বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইল ছুঁয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। দেশের ও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীরা এই ছাত্রসমাবেশে শামিল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ১টার দিকে সমাবেশস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।
সাদ্দাম হোসেন বলেন, ‘এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের প্রস্তুতি বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইল ছুঁয়ে গেছে, বাংলাদেশের ৫ কোটি শিক্ষার্থীকে ছুঁয়ে গেছে। সমাবেশে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত যতজন ততজন আসবে। তার থেকে কয়েকগুণ বেশি আসবে যারা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। শুধুমাত্র শেখ হাসিনাকে ভালোবেসে, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি গভীর দরদ অনুভব করে, জাতির পিতার সন্তান হিসেবে এদেশের সুনাগরিক হওয়ার জন্য এই ছাত্র সমাবেশে শামিল হবে।’
যেসব সংগঠন যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই গেয়েছে, মানবতাবিরোধী অপরাধীদের পক্ষে সাফাই গেয়েছে এবং যারা সামরিক স্বৈরশাসকের সেবাদাসের ভূমিকা পালন করেছে তাদের ছাড়া সব সংগঠনকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনার প্রতি শিক্ষার্থীদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে এই ছাত্রসমাবেশের আয়োজন জানিয়ে সাদ্দাম হোসেন বলেন, ‘এই ছাত্র সমাবেশের মধ্যদিয়ে আমরা গোটা বাংলাদেশকে এই বার্তা দিতে চাই যে, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় ও জাতির পিতার আদর্শে বলিয়ান থাকব। সেইসঙ্গে খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদীদের সঙ্গে কম্প্রোমাইজ করার কোনো জায়গা ছাত্রসমাজে নেই। এটি ছাত্রলীগের সমাবেশে সীমাবদ্ধ নেই, এটি বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থীর প্রতীকী ছাত্র সমাবেশে পরিণত হতে যাচ্ছে।’
আগামীকাল অনুষ্ঠেয় সমাবেশ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে আসবে বলে দাবি করেন ছাত্রলীগ সভাপতি।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘আজকের তরুণ সমাজ প্রবলভাবে আস্থা রাখে ও বিশ্বাস করে যে, শেখ হাসিনা অতীতে স্বপ্ন দেখিয়ে তা বাস্তবায়নের দোরগোড়ায় এনে আমাদের সামনে উপস্থাপন করেছেন; তেমনি ২০৪১ সালের উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠনের যে স্বপ্ন বঙ্গবন্ধুকন্যা দেখিয়েছেন নিশ্চয়ই তিনি তারও বাস্তব প্রতিফলন ঘটাবেন।’
তিনি বলেন, ‘আগামী কালকের সমাবেশে লাখ লাখ শিক্ষার্থীদের নিয়ে আমরা উন্মুক্তভাবে শপথ নিতে চাই, দেশবিরোধী যেকোনো অপশক্তির অপতৎপরতাকে রুখে দিতে এদেশের তারুণ্য সদাপ্রস্তুত রয়েছে।’
প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে আগামীকাল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশটি ৩১ আগস্ট হওয়ার কথা থাকলেও উচ্চমাধ্যমিক পরীক্ষা ও জনদুর্ভোগ বিবেচনায় একদিন পিছিয়ে সমাবেশের নতুন তারিখ ঠিক করা হয় ১ সেপ্টেম্বর।
সারাবাংলা/আরআইআর/পিটিএম