Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফখরুলের নামে অপপ্রচার: ঠাকুরগাঁওয়ে ৫০০ কোটি টাকার মানহানি মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৩ ১৪:৪৬ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ ১৪:৫০

ফাইল ছবি

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কটাক্ষ করে ভুয়া চেকের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৫০০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলায় ফেসবুক ব্যবহারকারী মেহেদী হাসান রনি (২৭) নামে একজনকে আসামি করা হয়েছে। মেহেদী হাসান রনির রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা বাজিতপুর গ্রামের আব্দুল বক্করের ছেলে।

মামলার বিবরণে যানা যায়, গত ২৭ আগস্ট মেহেদি হাসান রনি নিজ ফেসবুকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মিথ্যা,বানোয়াট একটি পোস্ট করেন। যেখানে উল্লেখ থাকে সরকারের তহবিল থেকে ৫০ লাখ টাকা মূল্যের চেক নিয়ে সিঙ্গাপুরে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার এই ভুয়া জাল চেকের ছবির কারণে দলের মহাসচিব এবং তার স্ত্রীর দেশ, জাতি ও জনগণের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে দণ্ডবিধি ৫০০/৫০০১ ধারায় মেহেদি হাসান রনি বিরুদ্ধে ঠাকুরগাঁও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোটে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ ফখরুল মানহানি মামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর