জোহানেসবার্গে পাঁচতলা ভবনে আগুন, নিহত ৬৩
৩১ আগস্ট ২০২৩ ১৩:১৭ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ ১৪:৪৩
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি পাঁচতলা ভবনে আগ্নিকাণ্ডে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে বাড়ে বলে ধারণা করা হচ্ছে। শহরের জরুরি পরিষেবা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও এনডিটিভি।
জোহানেসবার্গ সিবিডিতে গতকাল বুধবার (৩০ আগস্ট) স্থানীয় সময় রাত প্রায় দেড়টায় ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
জরুরি পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি বিবিসিকে বলেন, এ ঘটনায় ৪৩ জন জীবিত উদ্ধার করা হয়েছে, যারা সামান্য আঘাত হয়েছেন। উদ্ধার অভিযান পরিচালকা করতে আমরা ভবনের প্রতিটি তলায় যাচ্ছি।
তিনি আরও বলেন, পাঁচ তলা ভবনটি খালি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক কেন্দ্রের ব্যবসা কেন্দ্র এলাকায় এই ভবনটি অবস্থিত। এছাড়াও ভবনটি অস্থায়ীভাবে বসতি হিসাবে ব্যবহৃত হয়ে আসছিল।
সারাবাংলা/এনএস